• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

উচ্ছেদ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেইঃ আসাদুজ্জামান নূর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

সম্প্রতি নীলফামারীর বাস ভবনে মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস‌্য আসাদুজ্জামান নূর এমপি বলেন, রেলের জমি থেকে উচ্ছেদ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জনস্বার্থ বিঘ্ন হবে এমন কাজ হওয়ার সম্ভাবনা নেই। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, আজকে যারা উচ্ছেদ পরিস্থিতিতি নিয়ে উত্তেজনা সৃষ্টি করতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়- তারা বাংলাদেশের উন্নয়ণ চায় না। তারা বাংলাদেশ এগিয়ে যাক এটা চান না।

উল্লেখ‌্য যে, রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ রেলওয়ে জমিতে বসবাসকারী উচ্ছেদে গত ১৬ এপ্রিল প্রথম দফায় গণবিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তি মতে বৈধ ও অবৈধ স্থাপনার হালনাগাদ তালিকা তৈরী করে তারা। সে সময় পাড়া মহল্লা জরিপ করে অবৈধ স্থাপনা ‘লাল’ কালি দিয়ে চিহ্নিত করে। এর প্রায় ৪ মাস পর দ্বিতীয় দফা লাল নোটিশে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট বিভাগ। একই সঙ্গে উচ্ছেদ অভিযানের তারিখ এবং চিহ্নিত উচ্ছেদ এলাকার নাম উল্লেখ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে সৈয়দপুর পৌরসভার সাথে রেলের বিবদমান ২৫ একর জমি, ছোট-বড় ২৭টি উর্দ্দুভাষীদের ক্যাম্প এবং বৈধ ভাবে বসবাসকারীদের উচ্ছেদের আওতায় থাকবে না। এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গঠন করা হয়েছে ‘অধিকার’ ও ‘বাস্তহারা’ নামে দুটি কমিটি। কমিটি দুটি নানা কর্মসূচীর মধ্যদিয়ে উচ্ছেদ ঠেকাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।