• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

উত্তরবঙ্গের মফিজ চরিত্র নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

উত্তরবঙ্গের সহজ-সরল মানুষদেকে অনেকসময় 'মফিজ' নামে ডাকা হয়। সেই মফিজ চরিত্র নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। সিনেমাটির নাম ‘মঙ্গলযাত্রা’। স্মার্ট কর্পোরেশন প্রযোজিত এই ছবিটি পরিচালনা করবেন রাশিদ পলাশ।

ছবিটির প্রধান একটি চরিত্রের নাম ‘মফিজ’। ছবির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আঁচল। মফিজের স্ত্রীর ভূমিকাতে এই সিনেমায় অভিনয় করবেন আঁচল।

সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আগামী সেপেটম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমাটির শুটিং শুরু করা হবে দিনাজপুরে। আপাতত শনিবার আঁচলকে চুক্তিবদ্ধ করে সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি।’

চলচ্চিত্রটির গল্প নিয়ে পলাশ বলেন, ‘উত্তরাঞ্চলের ধনাঢ্য ব্যক্তি ‘মফিজ’ এর জীবন নিয়ে গল্প লেখা হয়েছে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য করা হয়ে গেছে। মূলত ‘মফিজ’ এর জীবনের গল্পে নির্মাণ হচ্ছে ‘মঙ্গলযাত্রা’ সিনেমা। পর্দায় ফুটে ওঠবে কে এই মফিজ? কেনো তার নামে উত্তরাঞ্চলের মানুষদের ডাকা হয়? ছবিতে মফিজের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন আঁচল।’

কে ছবিটির নায়ক হচ্ছেন? জানতে চাওয়া হলে পলাশ বলেন, ‘সিনেমাটির নায়ক কে থাকছেন সে বিষয়ে চমক রাখছি। শিগগিরই নায়কসহ অন্যান্য কলাকুশলীর নাম ঘোষণা করা হবে।’