• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

উন্মোচিত হলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

শুক্রবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০। তার আগে সোমবার স্থানীয় সময় সকালে উন্মোচিত হলো টুর্নামেন্টের ট্রফি। এসময় ফটোসেশনে অংশ নেয় অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। ফটোসেশনে অংশ নেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের অধিনায়করা অংশ নেন।

‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে লড়বে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’গ্রুপে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও থাইল্যান্ড। দুই গ্রুপের সেরা ৪ দল খেলবে সেমিফাইনাল।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সালমাবাহিনী। ২৯ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২ মার্চ চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।