• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

উপ-নির্বাচনে এখনো প্রার্থী নির্ধারণ হয়নি: জিএম কাদের

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১২ আগস্ট ২০১৯  

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে এখনো প্রার্থী নির্ধারণ করা হয়নি। তবে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী প্রচারণা শুরু করেছেন আমরা তাদের পর্যবেক্ষণ করছি।

রোববার সন্ধ্যায় ঈদ উদযাপন করতে রংপুরে এসে নগরীর দর্শনা এলাকায় এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

জিএম কাদের বলেন, প্রার্থী ঠিক করার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। প্রতি বছর কোরবানির ঈদ করতে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ রংপুরে আসতেন। পশু কোরবানি করে গরিব দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করতেন। কিন্তু তিনি মৃত্যুবরণ করায় আমি ঈদ উদযাপন করতে রংপুরে এসেছি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির জেলা জাপার যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা। 

এদিকে ঈদ উদযাপন করতে এরশাদের ছেলে এরিখ এরশাদ শনিবার ঢাকা থেকে রংপুরে এসেছেন। তিনি নগরীর দর্শনা এলাকায় অবস্থিত পল্লী নিবাস বাসভবনে অবস্থান করছেন। ঈদের দিন সকালে নামাজ আদায়ের পর বাবা এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন তিনি। এরপর পশু কোরবানি করে দুস্থদের মাঝে বিতরণ করবেন বলে জানিয়েছেন মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।