• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৬টি নরমাল ডেলিভারী সম্পন্ন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৬টি সুষ্ঠু নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

গর্ভবতী মা ও নবজাতকদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর কবিরের উদ্যোগে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবুল হাসানত, ডাঃ ফারজানা ইয়াসমিন সহ হাসপাতাল কর্মকর্তা ও  কর্মচারীবৃন্দ।

৬টি নরমাল ডেলিভারি নবজাতক গুলোর মা-বাবা সহ সাথে উপস্থিত আত্মীয় স্বজনেকে অত্র কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য বিষয়ক লাইব্রেরীর সামনে বসিয়ে শিশু জন্মানোর ১ ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ানো এবং ৬ মাস বয়স পর্যন্ত শিশু কে শুধু মাত্র মায়ের বুকরে দুধ খাওয়ানো। মায়ের বুকের শাল দুধ খাওয়ানোর উপকারিতা, প্রয়োজনীয়তা এবং ৬ মাস বয়সের পরে বুকের দুধ এর পাশাপাশি স্বাভাবিক পুষ্টি কর খাবার খাওয়ানো এবং বিভিন্ন পুষ্টিকর ও সুসম খাবার সমন্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির পরামর্শ প্রদান করেন।

রোববার সকালে বীরগঞ্জ ৫০শয্যা হাসপাতালে সরেজমিন পরিদর্শনে গিয়ে বিষয়টি জানা যায়, একদিনে ৬জন প্রসূতির নরমাল ডেলিভারির বিষয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর কবিরের সঙ্গে কথা বলে জানা যায়, নরমাল ডেলিভারি এখন হাসপাতালে ব্যাপক জনপ্রিয় হয়েছে। স্বাস্থ্য সেবা ভুগিরা ক্লিনিক ছেড়ে হাসপাতাল মুখি হচ্ছে। নরমাল ডেলিভারির খরচ হয় ২৫০০ টাকার মতো। এই খরচ আসে হাসপাতালের একটি সাইকেল গ্যারাজ থেকে। পাশাপাশি বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর সহযোগিতা করেন।