• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

একদিন আগেই ফিরছে টাইগাররা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

অনেক জ্বল্পনা-কল্পনার শেষে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেই এরইমধ্যে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

মাঠের বাইরেও সময়টা মোটেও ভালো যাচ্ছে না টাইগারদের। লাহোরে একরকম বন্দী জীবনযাপনর করছেন রিয়াদ-তামিমরা। ক্রিকেটারদের হোটেলের বাইরে যেতে দেয়া হচ্ছে না। সব ক্রিকেটারের রুমের বাইরে অস্ত্র হাতে পাহারা দিচ্ছে পুলিশ। এমন বন্দী অবস্থান থেকে স্বস্তি পেতে তাই আগেভাগেই দেশের বিমান ধরছে ক্রিকেটাররা।

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে লাহোর পৌঁছায় বাংলাদেশ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেই বিশেষ ফ্লাইটেই আগামী ২৮ তারিখ দেশে ফেরার কথা ছিলো তাদের। কিন্তু সেই সূচি এগিয়ে আনা হয়েছে। 

২৭ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষ করে ড্রেসিংরুম থেকে সরাসরি লাহোর বিমানবন্দরে হাজির হবে জাতীয় দল। স্থানীয় সময় রাত ১১টায় উড়াল দেবে বিশেষ ফ্লাইট। রাত তিনটায় দেশে এসে পৌঁছাবেন জাতীয় দলের সদস্যরা।