• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

একদিন পর নদীতে ভাসলো নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীতে নিখোঁজের একদিন পর এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার বেলা সাড়ে ১১ টায় রাবার ড্যামের দেড় কিলোমিটার ভাটি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনিরুজ্জামান মনির চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামে ডাঙ্গাপাড়া মো. বেলাল হোসেনের ছেলে।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ১১টায় উপজেলার পশ্চিম সাইতাড়া ফোরকানিয়া মাদরাসার কয়েকজন ছাত্র মাদুর ধুতে নদীতে যায়। পরে মাদুর ধোয়া শেষ হলে সেটি নদীর ধারেই শুকাতে দিয়ে সবাই গোসল করতে নামে। এসময় মনিরুজ্জামান ডুবে যায়। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল দিনভর চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। শনিবার রাবার ড্যামের দেড় কিলোমিটার ভাটিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।