• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

একদিনের টিফিনের টাকায় লাখো গাছ রোপণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

রাজশাহীর বাঘা ও চারঘাটের শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকায় এক লাখ পাঁচ হাজার গাছ রোপণ করা হয়েছে। ‘বিশ্ব ওজোন দিবস’ উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়। 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে রাজশাহীর বাঘা ও চারঘাটের শিক্ষার্থীরা এই উদ্যোগ নেয়। সোমবার সকালে চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় ও বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে আলাদা দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা একযোগে গাছগুলো রোপণ করে।

২০১৫ সাল থেকে ‘এক দিনের টিফিনের পয়সা বাঁচিয়ে গাছ রোপণ’ আন্দোলন শুরু হয়। বাঘার উদ্যমী তরুণ জুবায়ের আল মাহমুদ এ আন্দোলন শুরু করেন। চার বছরে এই আন্দোলনে সারা দেশের ৭৫০টি স্কুলের কয়েক লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। রাজশাহীর বাঘা-চারঘাট, পাবনার ঈশ্বরদী, নাটোরের বড়াইগ্রাম, সিলেটের বিয়ানীবাজার এবং খুলনার দিঘলীয়ার শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছে। ২০১৫ থেকে ২০১৯ এই পাঁচ বছরে প্রায় সাড়ে তিন লাখ গাছ রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে জুবায়ের আল মাহমুদ জানান, ২ অক্টোবর পাবনার ঈশ্বরদী এবং নাটোরের বড়াইগ্রামের শিক্ষার্থীরা এক যোগে আরো এক লাখ গাছ রোপণ করবে। এছাড়া সিলেটের বিয়ানীবাজার ও খুলনার দিঘলীয়ায়ও বৃক্ষরোপণ চলছে।

জুবায়ের আরো বলেন, প্রতিবছর বিচ্ছিন্নভাবে বৃক্ষরোপণ কর্মসূচি হলেও এবারই প্রথমবারের মতো ‘বিশ্ব ওজোন দিবস’ উপলক্ষে বাঘা-চারঘাটের শিক্ষার্থীরা একসঙ্গে এতো গাছ রোপণ করলো। অক্সিজেন উৎপাদনের জন্য শিক্ষার্থীদের এই লাখো গাছ রোপণের ঘটনা বিশ্বে বিরল। 

আমি মনে করি, বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে নিয়ে যদি বছরের নির্দিষ্ট একটি দিনে বৃক্ষরোপণ করা যায়, তাহলে খুব সহজে বাংলাদেশ সবুজ হবে। এই আন্দোলন যদি জাতিসংঘের উদ্যোগে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে খুব সহজে সারা পৃথিবী বিশাল এক অরণ্যে পরিণত হবে।

জাতীয়ভাবে বৃক্ষরোপণের জন্য ‘জাতীয় বৃক্ষরোপণ দিবস’ ঘোষণা করে বাংলাদেশের সব শিক্ষার্থীকে নিয়ে বৃক্ষরোপণের দাবিও জানান তিনি।

চারঘাটের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট ইউএনও নাজমুল হোসেন। বাঘার বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা ইউএনও শাহিন রেজা।