• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

একযোগে চার বিচারকের বাসায় চোরের হানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইলে একযোগে চার বিচারকের বাসায় হানা দিয়েছে একটি চোর চক্র। তিন বিচারকের বাসায় ঢুকে তছনছ করলেও আরেকজনের ঘরে ঢুকতে পারেনি।

ভুক্তভোগীরা হলেন- হাউজিং এলাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম, সুমন কুমার কর্মকার, আমিনুল ইসলাম ও জেলা জজ আদালতের সহকারী জজ মুজিবুর রহমান। তারা বাসা ভাড়া নিয়ে থাকেন। এর মধ্যে আমিনুল ইসলামের বাসায় গ্রিল কেটে ঢোকার চেষ্টা করা হয়।

শুক্রবার রাতে টাঙ্গাইল পৌরশহরের হাউজিং মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো মালামাল খোয়া যায়নি। শনিবার এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজির আবু বকর।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম বলেন, শুক্রবার ছুটি থাকায় বাসায় কোনো লোক ছিল না। এ সুযোগে রাতে একটি চোরের দল গ্রিল কেটে বাসায় ঢুকে। এ সময় আলমারি ভেঙে জিনিসপত্র বের করে নিচে ফেলে দেয় ও সব মালামাল তছনছ করে। তবে কম্পিউটার, ল্যাপটপ, টাকা ও মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও কোনো কিছু নেয়নি। এ কারণে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গ্রিল কেটে বাসায় ঢুকলেও কোনো জিনিসপত্র চুরি হয়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় কাজ করছে পুলিশ। দ্রুতই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।