• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

একাই ২১৪০ কিলোমিটার পথ পাড়ি ৫ বছরের শিশুর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২০  

করোনাভাইরাসের কারণে ভারতে প্রায় দুইমাস আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর আস্তে আস্তে খুলতে শুরু করেছে। আর এই সুযোগে বাবা-মায়ের কাছে ফিরতে পেরেছে ৫ বছরের এক শিশু। শুধু তাই-ই নয় দীর্ঘ ২ হাজার ১৪০ কিলোমিটার পথ একাই পাড়ি দিয়েছে সে।
বিহান শর্মা নামের ওই শিশু ৩ মাস ধরে লকডাউনে আটকা পড়েছিল দিল্লিতে। ফ্লাইট চালু হওয়ায় ফিরেছে নিজ বাড়ি বেঙ্গালুরুতে।

এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে, সোমবার সকালে দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়া ফ্লাইটে ফিরেছে বিহান শর্মা। বিহান শর্মা তিন মাস আগে দিল্লিতে ছিল, লকডাউনের কারণে বাড়িতে ফিরে আসতে পারেনি। এখন বিমান চলাচল শুরু হতেই ফিরেছে মায়ের কোলে।

করোনার ভাইরাসের কারণে দুই মাস সম্পূর্ণ লকডাউন থাকার পর, ভারতে এখন কয়েকটি অভ্যন্তরীণ বিমানের অনুমতি দিয়েছে সরকার।

বিমানবন্দরে ছেলেকে নিতে আসা বিহানের মা জানান, তার ৫ বছরের ছেলে দিল্লি থেকে একাই  বাড়িতে এসেছে, এ জন্য তিনি আনন্দিত।