• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

এডিবি-পিপিপি-স্বাস্থ্য অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক সই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), পিপিপি কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদফতরের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সেবা সাশ্রয়ী ও উন্নত করতে সরকারি হাসপাতালের রোগ নির্ণয় ও ডায়ালাইসিস কার্যক্রম সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে পরিচালনা করার লক্ষ্যে এ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ এমওইউ স্বাক্ষরিত হয়। 

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আবুল ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের পিপিপি অথরিটির প্রধান নির্বাহী ও সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাংবাদিকদের বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে অনেকগুলো মিটিং হয়েছে। এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় কোন এরিয়ায় আমরা পিপিপিগুলো করতে পারি-এই উদ্দেশ্যে অনেকবার মিশন এসেছে। সবশেষে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।