• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএসসিসির ছয় বাড়ির মালিককে জরিমানা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১১৮টি বাড়ি পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়ায় ছয়টি বাড়ির মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ১৯৩ ফকিরাপুলের নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা, ৪৩/১ হাজারীবাগ শেরে বাংলা রোডের বাড়ির ছাদে পরিত্যক্ত টায়ারে এডিসের লার্ভা পাওয়ায় ২৫ হাজার টাকা এবং কেএমদাস লেনের ২টি বাড়িতে লার্ভা জন্মানোর উপযোগী পরিবেশ পাওয়ায় ৫ হাজার ও অভয় দাস লেনের ২টি বাড়িতে নোঙরা অপরিচ্ছন্ন পরিবেশ বিদ্যমান থাকায় ৪ হাজার টাকাসহ মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বড় মগবাজার ওয়ারলেচ এলাকার ৩২টি বাড়ি পরিদর্শন করেন। ম্যাজিস্ট্রেট বাবর আলি হাজারীবাগ শেরে বংলা এলাকার ৩০টি বাড়ি পরিদর্শন,  ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ফকিরাপুল এলাকার অভিযানে ২০টি বাড়ি এবং ম্যাজিস্ট্রেট সোনিয়া হাটখোলা, রামকৃষ্ণসহ কয়েকটি এলাকার ৩৬টি বাড়ি পরিদর্শন করেন।