• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

এতিমদের পাশে ঠাকুরগাঁও এসএসসি ৯৪ ব্যাচ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২০  

করোনা দুর্যোগ ও দীর্ঘ লকডাউনে ঠাকুরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। এসব কর্মহীন নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবি অসহায় মানুষ ও অসহায় এতিম শিশুদের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও এসএসসি ৯৪ ব্যাচ। শুক্রবার সকালে সদর উপজেলা রুহিয়া, ফাড়াবাড়ি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনটির নিজস্ব তহবিল থেকে প্রায় ৩০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। 

এর পূর্বেও বেশকিছু দিন শহরের বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, সেমাই, গুড়াদুধ ও সাবান প্রদান করা হয়। এ ছাড়া এতিম শিশুদের জন্য কয়েকবস্তা চাল প্রদান করেন তারা।

এ সময় এসএসসি ৯৪ ব্যাচের বন্ধু পরিষদের সদস্য রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, মাহমুদ হাসান হেলু, ইমরান হোসেন, গোলাম সারোয়ার, রনি, ডিএম সঞ্জয়, বাবুনি, হেনা, মিরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মাহমুদ হাসান হেলু জানান, সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে বন্ধুদের সামর্থ অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে এসএসসি ৯৪ ব্যাচ বন্ধু পরিষদ। এরপূর্বে বেশ কয়েকদিন ধরে কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে সংগঠনটি। যতদিন দেশে স্বাভাবিক পরিস্থিতি না হবে ততদিন ধারাবাহিক ভাবে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রি বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।