• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

এফ এ সুমনের ইসলামিক গান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন এবার ইসলামিক গান নিয়ে হাজির হয়েছেন। 'এ জমিন- আসমান, জানিয়ে দেয় তুমি মহান। আঁধার সরাতে- এ ধরাতে, দিয়েছো আল কোরআন' কথামালায় ‘আল কোরআন’ শিরোনামে গানটি রচনা করেছেন হাবিব মোস্তফা। এফ এ সুমনের সুর ও কণ্ঠে তার নিজস্ব ইউটিউব চ্যানেল এফ এ সুমন অফিশিয়াল থেকে গানটির নান্দনিক লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে।

গানটি সম্পর্কে গীতিকার হাবিব মোস্তফা বলেন, সুমন ভাই এ সময়ের অত্যন্ত জনপ্রিয় ও বহুমানসম্মত গানের স্রষ্টা।তার কণ্ঠে ইসলামিক ও মরমি গান করার একটা প্ল্যান ছিল আমার। গানের বাণী তাকে দেখানোর পর তিনি সাগ্রহে গানটিতে সুরারোপ করেন। পবিত্র রমজান উপলক্ষে আল কোরআনের মাহাত্ম্য নিয়ে গানটি রচিত। আশা করি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে গানটি গ্রহণযোগ্য হবে।

এফ এ সুমন বলেন, কোনো ধরনের বাণিজ্যিক চিন্তা থেকে নয়, বরং পরম করুণাময় আল্লাহর প্রতি শোকরিয়া জানিয়ে আমার এই গান। ইতিমধ্যে এই রোজায় আমি দুটি গান প্রকাশ করেছি। চেষ্টা থাকবে নিয়মিত- এ ধরনের গান করে আমার শ্রোতাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। যাতে করে তারা দুনিয়ার পাপ থেকে দূরে থেকে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে। আল্লাহ আমাদের সব সৎকর্ম কবুল করুন।