• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

এবার ২৯ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে প্রাথমিক সমাপনীতে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী রোববার। এ পরীক্ষায় অংশ নেবে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থী। 

যেসব এলাকা ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্ত হয়েছে সেসব এলাকার পরীক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। 

তিনি আরো বলেন, এ পরীক্ষায় দায়িত্বে পালনে অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।