• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

এমপি প্রার্থীদের জবাবদিহিমূলক অনুষ্ঠান করবে রংপুর বিঃ উন্নঃ পরিষদ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

স্টাফ রিপোর্টার ॥ রংপুর-৩ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বি সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে ‘‘রংপুরের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা’ শীর্ষক জবাবদিহিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। 

এ লক্ষে আগামীকাল শুক্রবার বিকেলে রংপুর টাউন হল মিলনায়তন ব্যবহারের অনুমতি চেয়ে গত মঙ্গলবার রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীবের কাছে আবেদন করেছেন পরিষদের আহ্বায়ক, আন্তঃনগর ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’র রূপকার ও সফল সংগঠক, জয়যাত্রা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ওয়াদুদ আলী। 

অনুমতি পাওয়া গেলে শুক্রবার বিকেল ৩টায় টাউন হল মিলনায়তনে জবাবদিহিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি স্থানীয় ক্যাবেল অপারেটরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। অনুমতি পাওয়া না গেলে ঘরোয়া পরিবেশে রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন আন্তঃনগর ট্রেন ও বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের ৩৬ দফা দাবি বাস্তবায়ন এবং রংপুরের উন্নয়ন বিষয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে পরিষদের উদ্যোগে মতবিনিময় করা হবে। 

বুধবার রাতে রংপুর প্রেসক্লাব ভবনে পরিষদের কার্যালয়ে স্বপ্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজসেবী গুলশান আরা ইয়াসমিনের সভাপতিত্বে ও রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক জয়যাত্রা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ওয়াদুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে রাখেন, পরিষদ সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, জাসদ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ওসমান গনি, পরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম রাহেল, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু, জয়যাত্রা টেলিভিশনের রংপুর জেলা প্রতিনিধি জুলফিকার আলী হায়দার জুয়েল, সিটি রিপোর্টার রিয়াজ আক্তার তুহিন, পরিষদ সদস্য সোহেল হোসেন, রুম্মান ইসলাম, তানভীর আহম্মেদ, আল আনাছ অনিক, আশরাফুল ইসলাম তমাল, মাহির শাহারিয়ার অভি, আকাশ চৌধুরী, বাদল হোসেন খোকন, রিমন প্রমুখ।