• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

এরশাদের ভাতিজাকে রংপুর-৩ আসনে প্রার্থী চেয়ে বিক্ষোভ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

প্রয়াত এরশাদের ভাতিজা সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে রংপুর-৩ সদর আসনে উপ-নির্বাচনে প্রার্থী করার দাবিতে নগরীর সেনপাড়া এরশাদের পিত্রালয় স্কাইভিউ বাসায় বিক্ষোভ করেছেন জাতীয় পার্টি (এ)এর তৃণমূল নেতা-কর্মীরা।

রবিবার সকাল থেকে ঘন্টাব্যাপী তারা বিক্ষোভ কর্মসূচি পালনের সময় স্থানীয় প্রার্থী হতে হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের পক্ষে স্লোগান দিতে থাকেন।

সরজমিনে দেখা গেছে, রংপুর সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ড ও সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসাটি ঘেরাও করে রাখেন। আসিফকে প্রার্থী করার দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো স্কাইভিউ বাসাটি।  

সেখানে উপস্থিত হয়ে আসিফ তাদের শান্ত করে বলেন, জাপা চেয়ারম্যান এরশাদের মৃত্যুর ৪০ দিন পূরণ হয়নি। ৪০দিন পূরণের পর সিদ্ধান্ত জানানো হবে। 

তবে তিনি ৪০ দিন পূরণ হওয়ার আগেই জাতীয় পার্টির কতিপয় নেতারা প্রার্থী হওয়ার রঙ্গিন পোস্টার ও ব্যানার দেখে ক্ষোভ প্রকাশ করেন। এজন্য তিনি দলের শীর্ষ নেতাদের সমালোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রার্থী হলে তার গড়া ৭২টি আঞ্চলিক কমিটি তার পক্ষে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক পার্টির সাবেক নেতা সামসুল আলম, আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সুজনসহ রংপুর সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ড ও সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা।