• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

এশিয়া কাপে আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের রোমান সানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

এশিয়া কাপ আর্চারির র‍্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-৩) স্বর্ণ জিতেছেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা।

শুক্রবার (১৩ সেপ্টম্বর)) ফিলিপাইনে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা চীনের জিয়াং শিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন।

দেশের প্রথম আর্চার হিসেবে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করা রোমান সেমির লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে ফিরছেন স্বর্ণ নিয়ে।

বাংলাদেশ থেকে সাধারণত বিশেষ বিবেচনায় ওয়াইল্ড কার্ড পেয়ে অলিম্পিক গেমসে অংশ নেন অ্যাথলেটরা। সেই বৃত্ত ভেঙে গতবার রিও অলিম্পিকে নাম লিখেছিলেন গলফার সিদ্দিকুর রহমান। এবার ২০২০ সালে টোকিওতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা লাভ করেছেন রোমান সানা।

মাঠের বাইরে একজন ক্রীড়াবিদ কেমন, তা হয়তো সফল হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর সুযোগ থাকে না। রোমানের নীরব পথচলার গল্পটাও তাই অনেকেরই অজানা।

রোমান সেমিফাইনালে হারিয়েছিলেন ৬-৪ সেট পয়েন্টে চীনের আরেক আর্চারকে। প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চাররা একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন।