• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন নৌপরিবহণ প্রতিমন্ত্রীর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের কাহারোল উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ সয়ম বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

২৫ জানুয়ারি ২০২০ শনিবার উপজেলার কান্তনগরে কাহারোল উপজেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,  কাহারোল উপজেলা  আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর  ইসলাম নুর,জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ শেষে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য অতিথি ও নেতাকর্মীবৃন্দ।