• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০  

খুব শিগগিরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট মহলে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, ইংল্যান্ডে বিশ্বকাপ সেমিফাইনালই হয়ে থাকতে পারে ধোনির শেষ ওয়ানডে। 

এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, ধোনির সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে, খুব শিগগিরই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারে সে। ও টেস্ট ক্যারিয়ার শেষ করে ফেলেছে। খুব সম্ভবত, ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারও শেষ করার দিকেই এগোচ্ছে সে। 

ওয়ানডে থেকে বিদায় নিলেও ধোনি আরো কিছুদিন টি-টোয়েন্টিতে খেলতে পারেন বলে আভাস শাস্তীর। তিনি বলেন, এই বয়সে ধোনি শুধু টি-টোয়েন্টি খেলে যেতে চাইবে। তবে তাকে ফের খেলা শুরু করতে হবে। আমার মনে হয়, আইপিএলে খেলা শুরু করবে সে। তারপরেই বুঝতে পারবে ওর শরীর ঠিক কোন জায়গায় আছে। 

কিছুদিন আগেই শাস্ত্রী জানিয়েছিলেন, আইপিএলে খেলার পরেই ধোনির ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। 

তার মতে, ৩৮ বছর বয়সী ধোনি এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে থাকতে পারেন, যদি আইপিএলে খুব ভাল খেলতে পারে। 

তিনি আরও বলেন, কখনোই সে নিজেকে জোর করে টিমের ওপর চাপিয়ে দেবে না। আইপিএলে অবশ্যই খেলবে, তারপর কেমন খেলছে বুঝে নিজের  সিদ্ধান্ত নেবে সে।