• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কনস্টেবল নিয়োগ প্র‌ক্রিয়া শতভাগ স্বচ্ছ হবে: কুড়িগ্রাম এসপি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

কু‌ড়িগ্রা‌মে পু‌লি‌শ কন‌স্টেবল নি‌য়োগ প্র‌ক্রিয়া শতভাগ স্বচ্ছ ও স‌ঠিক প্র‌ক্রিয়ায় সম্পন্ন হ‌বে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন নবনিযুক্ত পু‌লিশ সুপার (এসপি) ম‌হিবুল ইসলাম খান। সোমবার (২৪ জুন) সকা‌লে পু‌লিশ সুপা‌র কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের সঙ্গে মত‌বি‌নিময়কা‌লে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

আগামী ২৯ জুন কুড়িগ্রামে পুলি‌শের কন‌স্টেবল নি‌য়োগ পরীক্ষা হ‌বে। এ বিষয়ে পু‌লিশ সুপার বলেন, ‘আপনাদের মাধ্য‌মে আ‌মি জনগণ‌কে এক‌টি মে‌সেজ দি‌তে চাই-কনস্টেবল নি‌য়োগ পরীক্ষা সম্পূর্ণ যোগ্যতার ভি‌ত্তি‌তে হ‌বে। কেউ যেন কাউকে টাকা দিয়ে প্রতা‌রিত না হন।’

তিনি  ব‌লেন, ‘কু‌ড়িগ্রা‌মে এ‌সেই আমি জেলার সা‌র্বিক আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নি‌য়ে অবগত হ‌য়ে‌ছি। এ জেলায় মাদক ও জুয়ার কিছুটা প্র‌কোপ র‌য়ে‌ছে। ত‌বে মাদ‌কের বিরুদ্ধে পু‌লিশ জি‌রো টলা‌রে‌ন্সে থাক‌বে।’

মাদক দি‌য়ে নিরপরাধ মানুষ‌কে হয়রা‌নির বিষ‌য়ে হুঁ‌শিয়া‌রি ক‌রে তিনি  বলেন, ‘কোনও পু‌লিশ সদ‌স্যের বিরু‌দ্ধে এ ধর‌নের অ‌ভি‌যোগ পে‌লে তার বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌বে। এ ধর‌নের কোনও ঘটনা ঘট‌লে আপনারা‌ শুধু আমা‌কে ফোন ক‌রে জানা‌বেন, বা‌কিটা আ‌মি দেখ‌বো।’

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (কু‌ড়িগ্রাম সা‌র্কেল) রিপন মোদ‌কের সঞ্চালনায় মত‌বি‌নিময়কা‌লে উপ‌স্থিত ছি‌লেন কু‌ড়িগ্রাম প্রেস ক্লা‌বের সভাপ‌তি আহসান হাবীব নীলুসহ জেলার ই‌লেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার সাংবা‌দিকরা।