• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

কমেছে ডেঙ্গু রোগী ভর্তির হার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯  

রাজধানী ও বাইরের জেলাগুলোর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার হার কমেছে। 

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে দুই হাজার ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগের ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৩২৬ জন ও তারও আগের ২৪ ঘণ্টায় দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

বুধবারের চেয়ে বৃহস্পতিবার হাসপাতালে ডেঙ্গু ভর্তি হতে আসা ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ শতাংশ কমেছে বলে হিসেব দেখিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার পরিস্থিতি আরো উন্নতি হয়েছে।

শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৪৭ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৫ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, রোগীর সংখ্যা বাড়লেও রোগমুক্ত হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।