• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনা চিকিৎসায় চট্টগ্রামে ২ হাসপাতাল অধিগ্রহণ করবে সরকার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২০  

চট্টগ্রামে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নির্ধারিত সরকারি হাসপাতালে শয্যা সংকটের পরিপ্রেক্ষিতে দুটি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

হাসপাতাল দুটি হলো ইম্পেরিয়াল হাসপাতাল ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। দুটো হাসপাতালই নগরীর খুলশি এলাকায় অবস্থিত।

জানতে চাইলে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, বুধবার সকালে আমরা হাসপাতাল দুটির কর্তৃপক্ষের সাথে বৈঠক করব। বৈঠকের পর আমরা বুঝতে পারব কখন এবং কীভাবে এই হাসপাতাল দুইটি করোনা রোগীদের চিকিৎসার জন্য চালু করতে পারব।

‘যত দ্রুত সম্ভব আমরা হাসপাতাল দুটি প্রস্তুত করতে চাই। সেখানে কী কী সুযোগ-সুবিধা আছে সেটা বৈঠকের পর পরিষ্কার ধারণা পাব’, যোগ করেন তিনি।

দুটি হাসপাতালের মধ্যে ৩৫০ শয্যার ইম্পেরিয়াল হাসপাতালটি সম্প্রতি উদ্বোধন হয়েছে। এ হাসপাতালটি চট্টগ্রাম শহরের সবচেয়ে আধুনিক সুবিধা সম্বলিত হাসপাতাল হিসেবে পরিচিত। অন্যদিকে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে শয্যা সংখ্যা প্রায় ২০০।