• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা: হেলিকপ্টারে ঢাকায় আনা হলো নীলফামারীর পৌর মেয়রকে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

করোনা আক্রান্ত নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে নিয়ে হেলিকপ্টারটি সৈয়দপুর থেকে ঢাকায় পৌঁছে। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইএসপিআর জানায়, দেওয়ান কামাল আহমেদকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দেশে করোনা সংক্রমণের শুরু থেকে মেয়র দেওয়ান কামাল আহমেদ মাঠে সক্রিয় ছিলেন। তিনি পৌর এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। দায়িত্ব পালনের সময়ই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, রোববার (৫ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।