• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা উপেক্ষা করে ডিমলা সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের কারণে দেশ যখন আতঙ্কিত তখন নীলফামারীর ডিমলায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারী সদস্যরা সক্রিয় হয়ে অবৈধ পথে গরু আনায় ব্যস্ত।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিযনের চরখড়িবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাকারবারীরা গরু আনার সময় চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

চরখড়িবাড়ী ক্যাম্পের নায়েক সুবেদার শাহ আলম বলেন, সীমান্ত দিয়ে যেন কোন প্রকার মানুষ অথবা পন্য আসতে না পারে সে বিষয়ে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ২টায় টহলরত অবস্থায় ভারতীয় সীমান্ত তিস্তাবস্তি হতে বাংলাদেশের টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী সীমান্ত দিয়ে চোরাকারবারী সদস্যরা অবৈধভাবে ভারতীয় গরু আনার সময় আমরা ৪টি গরু আটক করি। 

এ সময় চোরাকারবারী টিমের সদস্যরা ভুট্রাক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।