• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

করোনা: নিম্নবিত্তদের ১০ টাকা কেজিতে চাল দেবে সরকার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

করোনা ভাইরাস ইস্যুতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রাণঘাতী এ ভাইরাস যেন ছড়িয়ে না পড়তে পারে, এ জন্য প্রত্যেককে ঘরে থাকার আহবান জানানো হচ্ছে। বাইরে লোকসমাগম কমানোর জন্য ইতোমধ্যে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে করে বর্তমানে কেউই প্রয়োজন ব্যতিত ঘর ছেড়ে বাইরে বের হচ্ছেন না। আর এতেই আয়-রোজগার করে গেছে নিম্নবিত্তদের। তাই এমন পরিস্থিতিতে দেশের নিম্ন আয়ের মানুষদের যেন খাদ্য সংকটে না পড়তে হয়, সেই লক্ষ্যে তাদের ১০ টাকা কেজিতে চাল দেবে সরকার। 

আজ শুক্রবার ফেসবুক লাইভ ও বিটিভি'র মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাব দানকালে এসব কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ব্যাপারে ড. হাছান মাহমুদ বলেন, 'সারাদেশের নিম্নবিত্ত মানুষের খাদ্যের চাহিদা মেটাতে সরকার ১০ টাকা কেজির চাল সহযোগিতা দেবে।'

হাছান মাহমুদ বলেন, 'প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই সময়ের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেছেন। দেশের মানুষ সেগুলো সাদরে গ্রহণ করেছেন।'

তথ্যমন্ত্রী বলেন, 'দেশের এই পরিস্থিতিতে মানুষ বিশেষ প্রয়োজনে বাইরে বের হওয়ার ক্ষেত্রে যাতে কারো দ্বারা হয়রানির শিকার না হয় সে বিষয়টি প্রশাসনকে দৃষ্টি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।'

তথ্যমন্ত্রী আরো বলেন, 'বিশ্বে স্বাস্থ্যখাতের গবেষণায়  সরকারি পর্যায়ে মোট বাৎসরিক ব্যয় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা কয়েকটি যুদ্ধবিমানের মূল্যের সমান মাত্র।'

মন্ত্রী জানান, তার দল আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যক্তিপর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি উপলক্ষ্যে হাসপাতালের গেট এবং তার গুলশানের বাড়ির সামনে যেভাবে মানুষের জমায়েত হয়েছে তাতে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।