• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

করোনা: নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

করোনা প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ২২ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ৭টি ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এতে জেলার ছয় উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ছাড়া চলাচল ও অযথা বাহিরে ঘুরাঘুরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্নজনের নিকট থেকে ২২ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ৭টি ভ্রাম্যমাণ আদালত। এতে ২২টি মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) জাহাঙ্গীর হোসাইন।

জাহাঙ্গীর হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। গত দুইদিনে ১০৬টি মামলায় ১ লাখ ১১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।