• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০  

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভিন্নধর্মী প্রচারণা করতে দেখা গেছে বাদাম বিক্রেতা মিজানুর রহমানকে। তাকে কয়েকদিন ধরে বুকে একটি সাইন বোর্ড ঝুলিয়ে বাদাম বিক্রি করতে দেখা গেছে। যেখানে লেখা রয়েছে ‘মাস্ক ব্যবহার করুন, মাস্ক ছাড়া বাদাম বিক্রয় নিষিদ্ধ।’

গত কয়েক দিন থেকে হিলিতে শুরু হয়েছে করোনাকে ঠেকাতে প্রশাসনিক অভিযান। আর বাদাম বিক্রির মাধ‍্যমে এই অভিযানে সহায়তা করছেন মিজানুর। এর আগে তিনি নিজেও মাস্ক ব‍্যবহার করেননি বা অন‍্যকেও পরতে বাধ্য করেননি। আজ তিনি নিজেই মাস্ক পরে, অন‍্যকেও মাস্ক ব‍্যবহার করতে বলছেন।

প্রতিদিন সন্ধ্যা থেকে হিলি বাজারে অলিগলিতে ঘুরে গুরে বুকে একটি সাইন বোর্ড ঝুলিয়ে বাদাম বিক্রি করতে দেখা গেছে মিজানুর রহমানকে । সন্ধ‍্যা থেকে রাত ১১ টা পর্যন্ত তার এই ব‍্যবসা। 

মিজান বলেন, ‘দেশে আবারো করোনা আয়ছে। তাই বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করছি। মুখত মাস্ক থাকলে তাকে বাদাম দেছি, আর যার মুখত মাস্ক নাই তামাক বাদাম দেছি না।’
 
হিলি পৌর মেয়র জামিল হোসেন জানান, করোনাভাইরাসকে প্রতিহত করতে মাস্ক ব‍্যবহারের অভিযান চলমান রয়েছে। বাজারে একজন বাদাম বিক্রেতা যেভাবে মাস্ক ব‍্যবহারের প্রচার চালিয়ে যাচ্ছে, তার জন‍্য ওই বাদাম ব‍্যবসায়ী মিজানুর রহমানকে ধন্যবাদ জানাই।  

হাকিমপুর (হিলি) উপজেলার ইউএনও মোহাম্মদ নূর-এ আলম জানান, করোনা সংক্রমণ রোধে মাস্ক ব‍্যবহারের অভিযান চলছে। গত দুই দিনে মাস্ক ব‍্যবহার না করায় ১৭ জনকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব‍্যাহত থাকবে।