• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনা ভাইরাস মোকাবেলায় সাবান কিভাবে সুরক্ষা দেয়? দেখুন ভিডিওসহ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

করোনা ভাইরাসের প্রকোপের কারণে আমরা এখন মোটামুটি সবাই জানি যে- বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। তাতে ভাইরাসের হাত থেকে নিরাপদ থাকা যাবে। কিন্তু কিভাবে সাবান ভাইরাস দূর করে, সেটা কি জানি? আসুন- জেনে নিই। নিচের ভিডিওটিতেও ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন।

ভাইরাস পৃথিবীর সরলতম অণুজীব। এর খোলসটি (virus capsid) প্রোটিন ও লিপিড এ দুটো জটিল যৌগ দিয়ে তৈরী। লিপিড হল চর্বি। সাবান হল এক ধরণের সোডিয়াম বা পটাশিয়াম লবণ৷ যে কোনো সাবানের অণুর দুইটি অংশ থাকে। এই অণুর দুটি অংশের, একটি হাইড্রোফোবিক অর্থাৎ পানি থেকে দূরে সরে কিন্তু তেলের সাথে যুক্ত হয় এবং অপরটি হাইড্রোফিলিক, মানে তেল থেকে দূরে সরে কিন্তু পানির দিকে আকৃষ্ট হয়।

যখন একটি ভাইরাস সাবানের সংস্পর্শে আসে- তখন সাবানের হাইড্রোফোবিক অংশ ভাইরাসের খোলসের লিপিডের সাথে যুক্ত হয় আর অপর অংশ, অর্থাৎ হাইড্রোফিলিক অংশটি পানির সাথে যুক্ত হয়ে যায়। এই দ্বিমুখী টানের কারণে, ভাইরাসের খোলসটি ভেঙ্গে এর ভেতরের RNA বের হয়ে ভাইরাসটি মারা যায়। আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন।