• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

করোনা ভাইরাসে ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

ইতালিতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭, আর আক্রান্তের সংখ্যা ৬৫০ জন।

ইতালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এরইমধ্যে সঠিক চিকিৎসার মাধ্যমে ইতালির লোম্বার্দিয়া (মিলান) ৩৭ সিসিলিয়াতে ২ এবং লাজিয়োর ৩ জনসহ সর্বমোট ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রবাসী বাংলাদেশিদের উৎকণ্ঠিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এ পরিস্থিতিতে রোম দূতাবাসে হেল্প ডেস্ক খোলা হয়েছে। ১৫০০ ও ১১২ নাম্বারে ফোন করে আক্রান্তদের যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ইতালির রাজধানী রোমে এখনো করোনাভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি। এছাড়া প্রবাসী বাংলাদেশি কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। উল্লেখ, ইতালিতে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।