• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনাভাইরাসে স্পেনে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২০  

স্পেনে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। দুইমাস পর গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৭ জন মারা গেছেন। এর আগে শনিবার ১০২ জন মারা যায়।

দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৩১ হাজার ৩৫০ জন আক্রান্ত হয়েছেন। এবং ২৭ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমরা যে পথে যাচ্ছি, সেটিই একমাত্র সম্ভাব্য পথ। এ সময় জুন মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সংসদে প্রস্তাব দেয়ার কথাও জানান তিনি।

গত ১৪ মার্চ করোনার বিস্তার রোধে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করে স্পেন। কর্মকর্তারা জানান, দেশটিতে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলেও ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ার আগ পর্যন্ত আরো কিছু সময় বিধিনিষেধ মেনে চলা দরকার।

এরইমধ্যে চারবার স্পেনে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনপ্রণেতা ও ভোটারদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে সানচেজের বামপন্থি জোট সরকার।