• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

করোনার টিকা গ্রহণে ফ্রি নিবন্ধন বুথ খুলল স্বেচ্ছাসেবক লীগ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১  

করোনার টিকা গ্রহণে সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নীলফামারীতে ফ্রি নিবন্ধন বুথ খুলেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি/২০২১) সকালে সারে ১০টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ওই নিবন্ধন বুথের উদ্বোধন করেন সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মেজহুল হাসান চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী বলেন, স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের নির্দেশে সাধারণ মানুষের করোনা টিকার ফ্রি নিবন্ধন করে দিতে আমরা এ বুথ খুলেছি। এখানে জাতীয় পরিচয় পত্র নিয়ে আসলে আমাদের নিয়োজিত কর্মীরা বিনা টাকায় তাদের নিবন্ধন করে দিবেন। তিনি জানান, আজ মঙ্গলবার আমরা ১৪০ জনের নিবন্ধন করেছি। যতদিন টিকা কার্যক্রম থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম চলবে।

এ সময় কথা বললে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রাম থেকে আসা রশিদুল আলম (৬৫) বলেন, এতদিন নিবন্ধন করি করি করে করতে পারছিলাম না। আজকে শহরে এসে দেখি নিবন্ধন বুথ। সেখানে আমার জাতীয় পরিচয়পত্র দিলাম, তারা সহজে অল্প সময়ে নিবন্ধন করে দিল। আমার খুব উপকার হলো। 

জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের শেখ পাড়ার ট্রাক চালক আবেদ আলী (৪৭) বলেন, এখানে রাস্তার পাশে নিবন্ধন বুথ দেখে নিবন্ধন করতে আসলাম। এটা করাতে আমাদের মতো মানুষের বেশি সুবিধা হলো। 

জেলা স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, নীলফামারীকে মডেল হিসেবে ধরে সকল জেলা উপজেলা এই কাজটি করলে প্রচারণার পাশাপাশি টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। এর আগে স্থানীয় সাংসদ নূরের নির্দেশে সদর উপজেলা আওয়ামী লীগ নীলফামারী জেনারেল হাসপাতাল ও জেলা সদরের ১৫টি ইউনিয়নে নিবন্ধন বুথ খোলেন।