• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনায় নীলফামারীর উপস্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম(৪৫) নামে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উপস্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

করোনায় আক্রান্ত হয়ে গত ৮ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত নজরুল ইসলাম রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারি এলাকার বাসিন্দা। করোনা ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। বুধবার রাত ৯টার দিকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, নতুন একজনসহ জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। বর্তমানে রংপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৫৯ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৯২৫ জন।