• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কসবার ট্রেন দুর্ঘটনাঃ নিহতদের পরিবার পাবে এক লাখ, আহতরা ১০ হাজার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা এবং আহতদের ১০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার বেলা ১১টায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

রেলপথ মন্ত্রী দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলেও জানান মো. শরিফুল আলম। 

এদিকে, দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী।

এক শোকবার্তায় মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।