• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কাঁথা-বালিশ নিয়ে রির্টানিং কর্মকতার অফিসে লতিফ সিদ্দিকী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

টাঙ্গাইলের কালিহাতীতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলা ও ভাংচুর করা হয়েছে। রোববার সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে দুপুর ২টার দিক থেকে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকতার অফিসের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। এক পর্যায়ে বাসা থেকে কাঁথা-বালিশ এনে, সেখানে শুয়ে পরেন তিনি।

হামলার বিষয়ে লতিফ সিদ্দিকী দাবি করেন, সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্দনে তার গাড়িবহরে হামলা করে। এতে তার ব্যক্তিগত গাড়িসহ আরো তিনটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় ইট পাটকেলের আঘাতে তার কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

তিনি আরো বলেন, যে পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। বিকেল ৪টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার অফিসের সামনে অবস্থান করছিলেন।