• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কারেন্ট জাল বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

গাইবান্ধা অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার তুলসীঘাট বাজারে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- হচ্ছেন তুলসীঘাট বাজারের আব্দুল হালিম, মঞ্জু মিয়া ও ইদ্রিস আলী মন্ডল।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধংস করা হয়। আর এসব বিক্রির দায়ে তিনজনকে অর্থদণ্ড দেয়া হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।