• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কাহারোলে অপহরণের ১৪ দিন পর তরুণী উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরের কাহারোলে মঙ্গলবার রাতে অপহৃত এক তরুণীকে ১৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পর আদালতের জিম্মায় দেয়া হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আমির হোসেন জানান, আটক আসামিদের তথ্যমতে ও প্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানার রামডুবি সুন্দরবন গ্রামের বেলবাড়ী নাজমুল ইসলামের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মুকুন্দপুর ইউপির পানিশাইল গ্রামের ওই তরুণীকে অপহরণ করায় কাহারোল থানায় মামলা করা হয়। পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। 

কাহারোল থানার ওসি মনোজ কুমার রায় জানান, ২৯ জানুয়ারি সন্ধ্যায় কোতোয়ালি থানার নাজমুল ইসলাম ও একই থানার উত্তর শিবপুর আশ্রয়ণ গ্রামের মো. সাইফুল ইসলাম ওই তরুণীকে অপহরণ করে। ৮ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা মামলা করলে পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই তরুণীকে উদ্ধার করেন।