• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কিশোরগঞ্জ উপজেলার কফি বাগান পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০  

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় অবস্থিত কফি বাগান পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
তিনি কিশোরগঞ্জ মুন্সিপাড়ার কফি চাষী আব্দুল কুদ্দুসের সমতল ভূমিতে (দোআশ মাটি) চাষ করা কফি বাগানটি পরিদর্শন করেন।

এসময় কফি গাছে থোকা থোকা সবুজ ও আধা পাঁকা ফল তিনি পরখ করে দেখেন। তিনি ও তার সাথে থাকা সকলেই কফি ফল দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। শনিবার বিকালে পরিদর্শনকারী সকল অতিথিকে কফি চাষী আব্দুল কুদ্দুস কফি ও আগর বাগান ঘুরে ঘুরে দেখান।
 এসময় ডিআইজি দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন- দেশে কফি চাষ ও উৎপাদন এবং বাজারজাতের বিপুল সম্ভাবনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ডিআইজির সহধর্মিনী, পরিবারের সদস্যবৃন্দ, নীলফামারী পুলিশ সুপার মোহাম্দ মোখলেছুর রহমান, পরিবারের সদস্যবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।