• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কিশোরগঞ্জে উঠান বৈঠক করলেন পুলিশ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

অপরাধ প্রবণতা কমাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়  কিশোরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে গ্রামে গ্রামে পাড়া মহল্লায় সচেতনতা বৃদ্ধি করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার  বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল ডাঙ্গার হাটের উঠান বৈঠকে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ বলেন,অপরাধীরা কারো আপন নয়। অপরাধারী সমাজ, দেশ ও জাতীর ভাল মন্দ বিচার করে না। অপরাধকে দমানোর জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি পুলিশের সহযোগীতা নিয়ে অপরাধ দমনে সকলকে কাজ করতে আহবান জানান।

সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন- আগামী ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিজেরা নিজেদের মধ্যে বিরোধের সৃষ্টি না করি তার জন্য সকলকে কাজ করেত হবে। প্রতিটি মানুষ কোন না কোন দলের সমর্থক, তাই বলে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করে সমাজে অশান্তি করা যাবে না। 

এ সময় আরও উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ থানার এস আই জাহিদুর রহমান,ও এ এস আই মোখলেসুর রহমান প্রমূখ।