• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কিশোরগঞ্জে গাঁজা সেবনে বাধা দেওয়ায় বাড়ির মালিককে পিটিয়ে জখম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

গাঁজা সেবন করতে বাঁধা দেওয়ায় বাড়ির মালিককে পিটিয়ে গুরুত্বর আহত করেছে গাঁজা সেবনকারীরা। মঙ্গলবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাংগাপাড়া খেরুর মোড় গ্রামে ঘটনাটি ঘটে। আহত বাড়ির মালিক জাহেনুর ইসলাম (৩৮) কে উদ্ধার করে কিশোরীগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। 

পরিবার ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নিতাই ডাংগাপাড়া গ্রামের টোনাই মামুদের ছেলে মাহবুল হক(৩৫) ও একই গ্রামের বাবলু মিয়ার ছেলে আদর আলী(৩০) প্রতিবেশি তৈয়ব মিয়ার বাড়িতে ঢুকে বাড়ির পিছনে গিয়ে গাঁজা সেবন করে। বিষয়টি বুঝতে পেরে তৈয়ব মিয়ার বড় ছেলে  জাহেনুর ইসলাম তাদেরকে বাঁধা দিলে ওই দুই গাঁজা সেবী বাড়ির মালিকসহ পরিবারের অন্যান্য সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে মাহবুল হক ও বাবলু মিয়ার পক্ষের লোকজন মিলে তৈয়ব মিয়ার ছেলে জাহেনুরকে মারধর করলে জাহেনুরের মা জাহেদা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করে গুরুত্বর আহত করে। পরিবারের সদস্য সরকারি পুলিশ সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
 
এ ঘটনায় নিতাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বারেক বলেন, রাতেই ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি পুরোপুরি জানি না। 
]
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় জাহিনুরের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। অপরাধীদের গ্রেফতারের অভিযান চলছে।