• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কিশোরগঞ্জে চা’র দোকান ও আবাসিক হোটেল বন্ধ ঘোষনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতা অবলম্বনে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সমস্ত চায়ের দোকান ও আবাসিক হোটেল গুলো বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে করোনা  প্রতিরোধের  আলোচনা সভায় এ দিন বিকাল ৫টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত  এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।  

সুত্র মতে উপজেলার ৯ ইউনিয়নের হাট বাজার সহ সকল ক্ষেত্রে চায়ের দোকানগুলোতে ভীড় থাকে বেশী। যেহেতু জনসমাবেশ নিষিদ্ধ  সেহেতু চায়ের দোকান  ও অন্য এলাকার বহিৃরাগত লোকজন এসে আবাসিক হোটেলে থাকতে না পারে সে জন্য  এ গুলো বন্ধ করায় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে।

অপর দিকে একই বিষয়ে জেলার ডিমলা উপজেলা পরিষদের আলোচনা সভায় ঘোষনা করা হয় উপজেলার সকল হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ রাখতে হবে। বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকতা জয়শ্রী রানী রায়।