• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কিশোরগঞ্জে ব্রিজের পাটাতন ভেঙ্গে ট্রাক আটকে পড়ায় দুর্ভোগ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর উপর বেইলি ব্রিজটি পণ্যবাহী ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙ্গে ব্রিজের মাঝখানেই আটকে যায়। রবিবার সকাল ১১টায় এ ঘটনার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই উপজেলার সঙ্গে সহজ পথ রংপুরের তারাগঞ্জ উপজেলার যান চলাচল। এতে স্থবির হয়ে পড়েছে দুপারের ব্যবসায়ীদের বাণিজ্য।

জানা যায়, কিশোরগঞ্জ উপজেলা সদর হতে উপজেলার চাঁদখানা ইউনিয়ন হয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার যাতায়াতের একমাত্র সড়কের বেইলি ব্রিজটি সংস্কার না করায় এর অনেকগুলো পাটাতনে মরিচা পড়ে ভাঙ্গতে শুরু করে। দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানো হলেও প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং এতে আহত হচ্ছেন অনেকে। ভারি যানবাহন চলাচলের সময় পাটাতন ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়েই চলাচল করতে হচ্ছে দুই পারের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। এছাড়া ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ হলেও তা উপেক্ষা করে প্রতিদিন কয়েকশ ভারি যান চলাচল করছে। 

এ ব্যাপারে চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগকে অবগত করেছি।