• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কিশোরগঞ্জে ৩ ছাত্র মিলে কলেজের ৪টি কম্পিউটার চুরি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি স্কুল ও কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবরেটরীর ৪টি কম্পিউটার চুরি হয়ে গেছে। এ সময় একজনকে আটক করেছে স্থানীয় জনগণ। জানা গেছে, ৩ ডিসেম্বর, ২০১৮ সোমবার রাত ১১টার দিকে রণচন্ডি স্কুল ও কলেজের আগামী ২০১৯ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহনেচ্ছু ৩ জন মিলে কলেজের জানালার গ্রিল কেটে ল্যাবরেটরীর ভিতরে প্রবেশ করে সেখান থেকে ৪টি কম্পিউটার সেট মনিটরসহ চুরি করে। কম্পিউটার সেট নিয়ে যাওয়ার সময় এক জনকে ২টি কম্পিউটার সেটসহ আটক করে এলাকাবাসী। মঙ্গলবার (৪ ডিসেম্বর) তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী রণচন্ডি ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন বলেন, কলেজের পিছন থেকে মাঝে মাঝে হ্যাসকো ব্লেড দিয়ে রড কাটার শব্দের মত ভেসে আসে। স্কুল ও কলেজের মাঠে বসে থেকে বিষয়টি টের পেয়ে কলেজের পিছনের দিকে গেলে কিছু লোকের শব্দ শুনতে পাওয়া যায়। কিছু দূর এগিয়ে গেলে সেখান থেকে দু’জন পালিয়ে যায়। একজনকে দুই বস্তা কম্পিউটারের সরঞ্জামাদীসহ আটক করা হয়। আটককৃত ছেলের নাম লিয়ন ইসলাম। সে রণচন্ডি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং ওই স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী। তাকে আটকের পর কলেজের অধ্যক্ষের নম্বরে চেষ্টা করে তাকে না পেয়ে কলেজের অভিভাবক সদস্যদের জানাই। তারা রাতে এসে আমার বাসায় আটককৃত ছেলেটিকে সনাক্ত করে মালামাল দেখে চলে যায় এবং থানা পুলিশকে খবর দেয়।

পরে আটককৃত লিয়ন জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আমার বন্ধু ও আমার প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছেলে লেলিন মিয়া ও সাবেক ইউপি সদস্য মোকছেদ আলীর ছেলে মনোয়ার হোসেন মিলে আমার মোবাইলে ফোন করে রণচন্ডি বাজারে আসতে বলে। আমি আসতে না চাইলে তারা আমাকে জরুরী ভাবে আসতে বলে। আমি রণচন্ডি অবিলের বাজারে আসলে তারা আমাকে বস্তা দুটো ভ্যানে করে নিয়ে যাওয়ার জন্য বলে। আমি বস্তায় থাকা মালামালের বিষয় জানতে চাইলে তারা আমাকে পরে জানাবে বলে জানায়। এমতাবস্থায় সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন আমাকে আটক করে মালামালসহ তার বাড়ীতে নিয়ে যায়।

সেখান থেকে পুলিশ তাকে মালামালসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  রণচন্ডি স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন বলেন, এ বিষয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে মামলা হচ্ছে।