• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুমিল্লায় রোহিঙ্গা পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

কুমিল্লার চৌদ্দগ্রামে রোহিঙ্গা পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় নারীসহ তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। 
গ্রেফতাররা হলেন- ওই উপজেলার কাপড় চতলী গ্রামের আবদুর রহিম ওরফে রুবেল, মো. নুরুল হক, ডিমাতলীর কাজী ফয়সাল আহমেদ ওরফে রনি।

র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের ধরকড়া বাজার এবং চিওড়া এলাকা থেকে রোহিঙ্গা পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ভুয়া পাসপোর্ট, জন্মসনদ, কম্পিউটার, স্ক্যানার, মোবাইল, টাকাসহ তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

মেজর সাকিব আরো জানান, চক্রটি ভুয়া সনদ ও পাসপোর্ট বানিয়ে রোহিঙ্গাদের মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করছিল। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।