• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পাচার হচ্ছে বিলুপ্তপ্রায় বনরুই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাকারবারি চক্র সক্রীয় হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশে বিপন্ন প্রায় বিরল প্রজাতির বনরুই পাচারে তারা বেশ সক্রীয়। চড়া দামের আশায় পাচারকারী চক্র হাতবদল করছে নিরীহ প্রাণীটিকে। বাংলাদেশ ও ভারত ব্যবহার হচ্ছে পাচারের রুট হিসেবে। অল্প দিনের ব্যবধানে ৪টি বনরুই ধরা পড়েছে কুড়িগ্রামে।  বনরুইসহ অন্যান্য বন্যপ্রাণী পাচারের নিরাপদ রুট হিসেবে সীমান্তকে বেছে নিয়েছে পাচারকারীরা, এমনটাই ধারণা করা হচ্ছে।

অভিযোগ আছে, সীমান্ত এলাকার কাউন্সিলররা জড়িত এই বনরুই পাচারের সাথে। যদিও এই অভিযোগটি তারা স্বীকার করতে নারাজ। বনরুই উদ্ধার হলেও কখনো তার পাচারকারিদের ধরতে পারেনি প্রশাসন।

উপজেলা বনকর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, বনরুই বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহার হয় এমন ধারণা থেকে একটি চক্র বিলুপ্ত প্রায় এই প্রাণীটি পাচারের উদ্দেশ্যে সীমান্তের বিভিন্ন স্থানে নিয়ে রাখে। চোরাকারবারীদের সনাক্ত করতে পারছিনা। সনাক্ত করতে পারলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, উদ্ধার হওয়া বনরুইগুলো সিলেটের বনাঞ্চলে অবমুক্ত করা হয়।