• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

কুড়িগ্রামে অবৈধ ড্রাইভিং লাইসেন্স তৈরির দায়ে তিনজন আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

কুড়িগ্রামে অবৈধভাবে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় সিল ও কাগজপত্রসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ের আলিফ কম্পিউটারের দোকান থেকে ছয়টি সিল ও তিনটি পিসিসহ তিনজনকে আটক করা হয়।

আটকদের বাড়ি কুড়িগ্রামের বিভিন্ন স্থানে। তারা দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্রের সহায়তায় গাড়ির ড্রাইভিং লাইসেন্স তৈরি ও দালালির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

কুড়িগ্রাম এসপি মহিবুল ইসলাম খান জানান, নিরাপদ সড়কের জন্য দক্ষ চালক প্রয়োজন এ লক্ষ্যে কুড়িগ্রাম পুলিশের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।