• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে অশ্লীলতার বিরুদ্ধে সুস্থধারার যাত্রাপালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

কুড়িগ্রামে অশ্লীলতার বিরুদ্ধে সুস্থ ধারার যাত্রাপালা ‘পাতালপুরীর রাজকন্যা’ মঞ্চস্থ হল। রোববার রাতে কুড়িগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন মাঠে যাত্রাপালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। বাংলাদেশ যাত্রা ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা ও কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি পরীক্ষামূলকভাবে যাত্রাপালাটির আয়োজন করে।

এসময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম যাত্রা ফেডারেশনের সভাপতি মো: মাহতাব হোসেন রানা, যাত্রা নির্দেশক মো: ইয়াকুব আলী প্রমুখ।

পরে রুপকথা ভিত্তিক মনোজ্ঞ যাত্রাপালা ‘পাতালপুরীর রাজকন্যা’ মঞ্চস্থ করা হয়। এসময় হাজার হাজার নারী ও পুরুষ দর্শক রাত জেগে পালাটি উপভোগ করেন।