• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে আ`লীগে রাজাকার পুত্রের প্রার্থীতার বিরুদ্ধে মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

আওয়ামী লীগের কাউন্সিলে পিস কমিটির দালাল ও স্বীকৃত রাজাকাররা যাতে কোন পদে আসতে না পারে এজন্য  কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইঊনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শুলকুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার স্বীকৃত রাজাকার ও পিচ কমিটির দালাল মৃত: মনছার আলী চৌধুরীর পূত্র এরশাদ আলী চৌধুরী যেন কোন পদে প্রার্থী হতে না পারে এজন্য বিরোধীতা করা হয়। আগামি ২২ নভেম্বর এই ইউনিয়নে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, মোহাম্মদ আলী, আবুল হোসেন মাষ্টার এবং স্থানীয় মো: আমিনুল ইসলাম সহ প্রবীণ রাজনীতিবিদগণ। পাঁচগাছী বীরমুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে মানববন্ধন করা হয়।