• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে তরুণীর গোসলের ভিডিও ধারণ: সৎ মাসহ গ্রেফতার ৩

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তরুণীর গোসলের ভিডিও ধারণ করে টাকা চাওয়ার অভিযোগে সৎ মাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে নাগেশ্বরী পৌর শহরের চামটারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২ আগস্ট দুপুরে চামটারপাড়ার ওই তরুণী বাসায় গোসল করছিলেন। পরিকল্পিতভাবে গোসলখানার টিনের ফুটো দিয়ে মোবাইলে গোসলের ভিডিও ধারণ করেন একই এলাকার আবুল হোসেনের ছেলে আইনুল হক, শামসুলের ছেলে মানিক মিয়া, আব্দুল জলিলের ছেলে মোফাচ্ছেল। এ কাজে সহায়তা করেন তরুণীর সৎ মা।

পরবর্তীতে ধারণ করা ভিডিও’র কথা জানিয়ে ওই তরুণীর কাছে মোটা অংকের টাকা দাবি করেন তারা। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর হুমকি দেয়া হয়।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান, এ ঘটনায় ৯ আগস্ট পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। রাতেই অভিযান চালিয়ে তরুণীর সৎ মাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ধারণ করা ভিডিওটি উদ্ধার করা হয়েছে।