• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

কুড়িগ্রামে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এ ইজতেমা শেষ হবে।

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বয়ান শুরু করেন তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা আশরাফ আলী। এরপর বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোশারফ হোসেন। এ সময় তারা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ বড়ত্ববোধ প্রকাশ, নবীর সুন্নত মেনে চলা, আখিরাতে নাজাত পাওয়া নিয়ে বয়ান করেন।

ইজতেমায় দিল্লির নিজামুদ্দিন মসজিদ ও ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মুরব্বিরা বয়ান করবেন।

সরেজমিনে দেখা গেছে, প্রথম দিনেই হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। এছাড়া বাস, অটোরিকশা, নৌকায় চড়ে আরো মানুষ আসছে।

কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, জেলা ইজতেমায় নিরাপত্তা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতেমা ময়দানে সিভিল ও পোশাকধারী বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।